সেফ এক্সিট নিয়ে বক্তব্যের প্রমাণ দিতে হবে নাহিদকে: পরিবেশ উপদেষ্টা
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সেফ এক্সিট’ নিয়ে দেওয়া বক্তব্যের প্রমাণ দিতে হবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে। তিনি বলেন, সরকার বা উপদেষ্টাদের বিরুদ্ধে এমন মন্তব্যের কোনো ভিত্তি থাকলে তা পরিষ্কারভাবে জানানো উচিত।
বুধবার (০৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, ‘নাহিদ ইসলাম কেন বা কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন, তিনি সেটা স্পষ্ট করেননি। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে মন্তব্য করার কোনো সুযোগ নেই। খোলা চোখে দেখা যায়, নবগঠিত রাজনৈতিক দলসহ সব দলের সঙ্গেই সরকারের ভালো একটি কর্মসম্পর্ক আছে। এখন অভিমান থেকে নাকি বাস্তব কোনো অভিযোগ থেকে এই কথা বলা হয়েছে, সেটি তাকেই ব্যাখ্যা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি কোনো এক্সিট খুঁজছি না। অতীতেও নানা ঝড়ঝাপটা এসেছে, সব মোকাবিলা করে দেশে থেকেছি—বাকি জীবনও এখানেই কাটাতে চাই।’
নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল আছে এবং সব রাজনৈতিক দলই ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ‘ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই,’ বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার বিচার প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে নতুন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে যাতে বিচার প্রক্রিয়া গতি পায়। সংস্কার ও বিচার একটানা প্রক্রিয়া, এগুলো চাপিয়ে নয়—আলোচনার ভিত্তিতেই হবে।’
রাজনৈতিক ঐক্যমতের বিষয়েও তিনি বলেন, ‘বেশ কিছু বড় বিষয়ে ইতোমধ্যে ঐক্যমত হয়েছে। বাস্তবায়নের ধরন নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক বিতর্ক স্বাভাবিক, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার চায় এমন একটি নির্বাচন, যেখানে জনগণ অংশ নেবে এবং ভোটাধিকার প্রয়োগ করবে। কোনো দলের অংশগ্রহণ করা না করা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত—এটি সরকারের ওপর নির্ভর করে না।’
অন্তর্বর্তী সরকারই নির্বাচনের দায়িত্বে থাকবে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘এখন পর্যন্ত অবস্থান পরিষ্কার। এই সরকারই নির্বাচন করবে। অনানুষ্ঠানিক মন্তব্যের ভিত্তিতে সরকারের প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই।’
এমএ//