আফগান পতাকা নিয়ে কূটনৈতিক বিড়ম্বনায় নয়াদিল্লি
আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো শীর্ষস্থানীয় কোনো আফগান নেতা ভারতে সফর করলেন। জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় থাকা আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার এক সপ্তাহব্যাপী সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন।
তবে এই উচ্চ পর্যায়ের সফরকে কেন্দ্র করে ভারতীয় কূটনৈতিক মহলে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। মূল প্রশ্ন হলো, বৈঠকের সময় কোন দেশের পতাকা ব্যবহৃত হবে। কূটনৈতিক প্রটোকলের নিয়ম অনুযায়ী দ্বিপাক্ষিক বৈঠকের সময় দুই দেশের নেতার পেছনে তাদের নিজস্ব পতাকা রাখা হয়। কিন্তু ভারত এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। ফলে তালেবানের পতাকার সরকারি মর্যাদা নেই, এবং দিল্লির আফগান দূতাবাসে এখনও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ ঘানি-এর শাসনামলের পুরনো তিন রঙের পতাকাই ব্যবহার হচ্ছে।
এবারের বৈঠক অনুষ্ঠিত হবে দিল্লিতে, যা ভারতের জন্য প্রোটোকল রক্ষার একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, বছরের শুরুতে দুবাইয়ে ভারতের কর্মকর্তাদের সঙ্গে মুত্তাকির বৈঠকে এই সমস্যার মুখোমুখি হতে হয়নি, কারণ তখন কোনো দেশীয় পতাকা ব্যবহার করা হয়নি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভ্রমণের পর সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেয়ায় এই সফর সম্ভব হয়েছে।
সূত্র: এনডিটিভি
এসি//