জাতীয়

৪৯তম বিশেষ বিসিএস আজ, প্রতি পদের জন্য লড়ছেন ৪৫৬ জন

আজ শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ)। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা

সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এবার বিশেষ বিসিএসে ৩ লাখ ১২ হাজার প্রার্থী আবেদন করেছেন, যেখানে নিয়োগ দেওয়া হবে ৬৮৩ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তা। অর্থাৎ, প্রতি পদে গড়ে ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিশেষ বিসিএসে সাধারণ বিসিএসের মতো প্রিলিমিনারি পরীক্ষা হয় না। সরাসরি ২০০ নম্বরের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গেল ২১ জুলাই পিএসসি ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরদিন থেকেই অনলাইনে আবেদন শুরু হয়, যা চলে ২২ আগস্ট পর্যন্ত। প্রার্থীরা আবেদন ফি হিসেবে সাধারণ ক্যাটাগরিতে ২০০ টাকা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা ৫০ টাকা পরিশোধ করেছেন। বয়সসীমা রাখা হয় ২১ থেকে ৩২ বছর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি কলেজগুলোতে বিভিন্ন বিষয়ে ৬৫৩টি প্রভাষক পদ এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি পদ পূরণ করা হবে।

বিষয়ভিত্তিক পদসংখ্যায় সবচেয়ে বেশি বাংলা বিভাগে ৬১টি, এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি পদ রয়েছে।

 

পিএসসি সূত্রে জানা গেছে, সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন