ক্যাম্পাস

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।

নির্বাচন ঘিরে বুধবার সন্ধ্যা থেকেই পুরো ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। পরিবহন মার্কেট এলাকায় শিক্ষার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। গান-বাজনা, স্লোগান আর মেহেদি উৎসবে জমে ওঠে নির্বাচন-পূর্ব রাত।

রাকসুর ২৩টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী, আর সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদের জন্য লড়ছেন ৫৮ জন। সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন।

মোট ১১টি প্যানেল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে আলোচিত কয়েকটি হলো—ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, ছাত্র অধিকার পরিষদ ও ফেডারেশনের রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ, বাম জোটের গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ, ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী পরিষদ এবং নারী নেতৃত্বাধীন সর্বজনীন শিক্ষার্থী সংসদ।

দীর্ঘ বিরতির পর এই নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে নতুন উচ্ছ্বাস ও গণতান্ত্রিক চেতনা জাগিয়ে তুলেছে বলে মনে করছেন সবাই।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন