এইচএসসি পরীক্ষায় ১৬ বছর ধরে এগিয়ে মেয়েরা
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে আবারও এগিয়ে গেছে মেয়েরা। এ বছর ছেলেদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ। আর মেয়েদের পাসের ৬২ দশমিক ৯৭ শতাংশ। এ নিয়ে টানা পাঁচ বছর ধরে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে দেশের মেয়েরা। শুধু পাসের হার বিবেচনায় বিগত ১৬ বছর ধরে এগিয়ে আছে তারা।
বুধবার (১৬ অক্টোবর) ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের এই তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
তিনি বলেন, “মেয়েরা সব সূচকে ছেলেদের চেয়ে এগিয়ে আছে। তাদের পাসের হারও বেশি।” চলতি বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬শ’৬১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছয় লাখ ১১ হাজার ৪শ’৪৬ জন ছাত্র। তাদের মধ্যে পাশ করেছে তিন লাখ ৩৩ হাজার ৮শ’৬৪ জন। অপরদিকে ছয় লাখ ২৪ হাজার ২শ'১৫ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে তিন লাখ ৯৩ হাজার ৯৬ জন।
এর আগে ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায়ও মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে ছিলো। সে বছর ৭৯ দমশিক ৯৫ শতাংশ ছাত্রী পাশ করে। আর ছাত্রদের পাসের হার ছিলো ৭৫ দশমিক ৬১ শতাংশ।
২০০৯ সালে শেষবারের মতো পাসের হারে মেয়েদের চেয়ে এগিয়ে ছিল ছেলেরা। সে বছর মোট পাসের হার ছিল ৭৪ দশমিক ৮৫ শতাংশ। আর মেয়েদের পাসের হার ছিল ৭৪ দশমিক ৫০ শতাংশ।
এমএ//