রাজনীতি

পিআর দাবিতে জামায়াতের আন্দোলন ছিল পরিকল্পিত প্রতারণা: নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবিতে জামায়াতে ইসলামী যে আন্দোলন চালিয়েছে, তা ছিল পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জামায়াতের এ উদ্যোগের লক্ষ্য ছিল জনগণের গণঅভ্যুত্থানের অর্জনকে আড়াল করা এবং ঐক্যমত কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা।

নাহিদ ইসলাম লিখেছেন, ‘সংস্কারের মূল দাবি ছিল পিআর ভিত্তিক উচ্চকক্ষ প্রতিষ্ঠা—যা আমরা সংবিধানিক নিরাপত্তার অংশ হিসেবে দেখেছিলাম। আমরা চেয়েছিলাম এই মৌলিক সংস্কারগুলোকে ঘিরে একটি গণআন্দোলন গড়ে তুলতে এবং ‘জুলাই সনদ’কে আইনি কাঠামোতে রূপ দিতে।’

তিনি অভিযোগ করেন, জামায়াত ও তার মিত্ররা ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে বিকৃত করে ফেলেছে—সংস্কারের প্রশ্নকে তারা সীমিত করেছে কেবল ‘পিআর পদ্ধতির প্রযুক্তিগত বিতর্কে’, পরে সেটিকে নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করেছে। ‘তাদের উদ্দেশ্য ছিল না গণতান্ত্রিক সংস্কার; বরং রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল,’—বলেন নাহিদ।

এনসিপির এই নেতা আরও বলেন, জামায়াতে ইসলামী কখনও বাস্তব সংস্কার সংলাপে অংশ নেয়নি—না জুলাই অভ্যুত্থানের আগে, না পরে। তারা কোনও কার্যকর প্রস্তাব দেয়নি, বরং সংস্কারের নামে রাজনৈতিক অনুপ্রবেশ ঘটিয়েছে।

তিনি বলেন, ‘এখন জনগণ স্পষ্ট বুঝে গেছে—এটি ছিল কৌশলগত প্রতারণা। জনগণ আর কোনও ভুয়া সংস্কারক বা সুযোগসন্ধানী শক্তির ফাঁদে পড়বে না।’

নাহিদ ইসলাম বলেন, সর্বশক্তিমান ও এই দেশের সার্বভৌম জনগণ আর কখনো অসৎ, সুযোগসন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোকে তাদের ওপর শাসন করতে দেবেন না।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন