ড্রেন থেকে নবজাতক উদ্ধার
খাগড়াছড়ি শহরে ড্রেন থেকে এক নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কান্নার শব্দ শুনে এলাকাবাসী ড্রেনের কচুরিপানার মধ্যে থেকে শিশুটিকে উদ্ধার করে।
সোমবার (২০ অক্টোবর) রাত প্রায় ১০টার দিকে পূর্ব শান্তিনগর এলাকার একটি ড্রেনে নবজাতককে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করা শিশুটিকে দ্রুত খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও আলোড়ন সৃষ্টি হয়েছে। খবর পেয়ে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার খাদেমুল ইসলাম দ্রুত নবজাতকের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এলাকাবাসী নবজাতকের পরিচয় শনাক্ত করতে এবং তার পরিবারের সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।