নবজাতককে হাসপাতালে রেখে চিরকুট লিখে পালিয়ে গেলেন মা
পাবনার ঈশ্বরদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ দিন বয়সী একটি শিশু রেখে চিরকুট লিখে মায়ের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে ওই চিরকুটে লিখে যাওয়ায় নাম্বারের সূত্র ধরে বাচ্চার মাকে খুঁজে বের করে বাচ্চাটিকে তার মায়ের কাছের ফিরিয়ে দিয়েছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আলী এহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে শিশুর মা শিশুটিকে জয়নগর গ্রামের সাগর হোসেনের স্ত্রী মিষ্টি আক্তার এর কোলে রেখে যান। আজ ১২টার দিকে মিষ্টি আক্তার জ্বর ও ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত স্বামী সাগর হোসেনকে নিয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। বহির্বিভাগে চিকিৎসক কক্ষের সামনে অপরিচিত নারী এসে বাথরুমে যাওয়ার কথা বলে তার কোলের এই শিশুটিকে রেখে যান। শিশিু রেখে ওই নারী আর ফিরে আসেননি।
শিশুটির শরীরে জড়ানো কাপড়ের মধ্যে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, আপনি বাচ্চাটিকে হেফাজত রাখবেন। বাচ্চাটির জন্ম ১ জানুয়ারি।
এমন অবস্থায় মিষ্টি আক্তার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আলী এহসানের কক্ষে গিয়ে ঘটনার সব কিছু খুলে বলেন । পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
পরে পুলিশ চিরকুটে লিখে রাখা মোবাইল নাম্বারের সূত্র ধরে বাচ্চার মাকে খুঁজে বের করে। নবজাতককে কেন হাসপাতালে ফেলে রাখা হয়েছিল সে বিষয় জানতে পুলিশ তদন্ত করছে।
আই/এ