রাশিয়ার গোলাবারুদ কারখানায় বিস্ফোরণ, নিহত ১০
রাশিয়ার উরাল অঞ্চলে একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সংবাদ সংস্থা বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন স্থানীয় গভর্নর আলেক্সেই টেক্সলার।
দেশটির চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপেইস্ক শহরে বিস্ফোরণটি ঘটেছে, যা কাজাখস্তানের সীমানার সঙ্গে সংযুক্ত। গভর্নর টেক্সলার নির্দিষ্ট কোন কারখানার নাম প্রকাশ করেননি। তবে ঐ এলাকায় অবস্থিত প্লাস্টমাস কারখানার পাশে রাস্তায় একটি গাড়ি থেকে তোলা ভিডিওতে আগুনের আগুনের দৃশ্য ধরা পড়েছে। এই কারখানাটি রাশিয়ান সামরিক বাহিনীর জন্য গোলাবারুদের বিস্ফোরক উৎপাদন করতো বলে জানা গেছে।
বিস্ফোরণের সঠিক কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, তবে টেক্সলার জোর দিয়ে বলেন, "এটি কোনো ড্রোন আক্রমণ ছিল না।" বিস্ফোরণের পরপরই সমস্ত জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছে যায়। শহরের বাসিন্দা বা বেসামরিক স্থাপনার জন্য কোনো হুমকি নেই বলেও জানান তিনি।
কারখানায় আগুন ধরার বিষয়টি বুধবার রাতে প্রথম জানানো হয়েছিলো। বৃহস্পতিবার সকাল পর্যন্ত কারখানায় উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চলছিল। তিনি আরও জানান, এখনও ১২ জন কর্মী নিখোঁজ রয়েছেন।
এইচএস//