দেশজুড়ে

ট্রাক-অটোভ্যান সংঘর্ষে স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩

পাবনা সদর উপজেলায় বাঁশবোঝাই একটি ট্রাকের ধাক্কায় অটোভ্যান উল্টে গিয়ে দুই স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকার বাঙ্গাবাড়িয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা এবং ভ্যানচালক আকরাম হোসেন।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, “সকালে পাবনাগামী একটি অটোভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বাঁশবোঝাই ট্রাকটি। ধাক্কায় ভ্যানটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”

স্থানীয়রা হলেন, রোববার সকালে প্রায় দশজন শিক্ষার্থী ভ্যানগাড়িতে করে জালালপুর এলাকার ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি বাঁশবোঝাই ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ভ্যানগাড়িটি দুমড়ে–মুচড়ে যায়, ঘটনাস্থলেই প্রাণ হারান দুই শিক্ষার্থী ও চালক।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ চালায়। আহতদের দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি মুস্তাফিজুর রহমান আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। তার সন্ধানে অভিযান চলছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন