দেশজুড়ে

মাইক ভাড়া করে গালাগাল করা সেই রাব্বিকে ঋণ দিলো প্রবাসী কল্যান ব্যাংক

বিদেশে যাওয়ার জন্য এক লাখ টাকা ঋণ না পাওয়ায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করা সারোয়ার হোসেন রাব্বির বিদেশ যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন হতে চলছে। প্রবাসী কল্যান ব্যাংক তার বিদেশ যাওয়ার জন্য ২ লাখ টাকা ঋণ প্রদান করেছেন। আগামী (৩০ অক্টোবর) সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন তিনি।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে  সংবাদ প্রকাশ করা হয়। মুহুর্তেই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান সারোয়ার হোসেন রাব্বি। পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে সৌদি আরবে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে ভিসা  হাতে পেলেও এক লাখ টাকার জন্য যাওয়া সম্ভব হচ্ছিল না। এই জন্য বিভিন্নজনের কাছে গিয়েও আর্থিক সহায়তা না পেয়ে এনজিওর লোকজনকে বাড়িতে আনেন। প্রথমে টাকা দিতে রাজি হলেও বাড়ি ঘুরে যাওয়ার পর রাব্বিকে টাকা দিতে অস্বীকৃতি জানায় এনজিও। স্থানীয় কিছু লোকজন সেখানে বাঁধা প্রদান করে এমন অভিযোগ এনে ক্ষোভে ৫০০ টাকা দিয়ে মাইক ভাড়া করে গত (১৬ অক্টোবর) শুক্রবার দুপুরে এলাকাবাসীকে গালাগাল করেন রাব্বি। পরে সেই ভিডিও রাব্বি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। মুহুর্তেই তা ভাইরাল হয়।

গণমাধ্যমকে কৃতজ্ঞতা জানিয়ে রাব্বি বলেন, আপনারা যদি আমার এই প্রতিবেদন প্রকাশ না করতেন তাহলে হয়তো আমার বিদেশ যাওয়া আর হতো না। প্রতিবেদন প্রকাশের পর প্রবাসী কল্যান ব্যাংক কিশোরগঞ্জ শাখা অফিস থেকে মুঠোফোনে আমার সাথে যোগাযোগ করা হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষের সাথে দেখা করি। সেখানে সকল কাগজপত্র দাখিল করা হলে ২৩ অক্টোবর আমাকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে।

ইতোমধ্যে তার হাতে টিকেট এসে পৌঁছেছে আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে।

প্রবাসী কল্যান ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, ব্যাংকের যাবতীয় কার্যক্রম শেষে তাকে আর্থিক সহায়তার জন্য দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। প্রথম ২মাস পর থেকে কিস্তির মাধ্যমে রাব্বির ঋণ পরিশোধ কার্যক্রম শুরু হবে। যদি কেউ বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়ে তাহলে প্রবাসী কল্যান ব্যাংকের সহায়তা নিতে পারেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন