আন্তর্জাতিক

শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় ‘মেলিসা’র, যেকোন সময় আছড়ে পড়বে উপকূলে

দ্রুত শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘মেলিসা’। কয়েক ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়টি জ্যামাইকার দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি)। সংস্থাটি উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছে এবং বাইরে বের না হতে কঠোরভাবে নিষেধ করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এনএইচসির বরাতে আলজাজিরা জানিয়েছে, মার্কিন বিমান বাহিনীর রিজার্ভ ‘হারিকেন হান্টার’ বিমানের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, মেলিসার সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় প্রায় ১৮০ মাইল (প্রায় ২৯০ কিলোমিটার)। এতে বোঝা যাচ্ছে, ঝড়টি আরও শক্তিশালী হচ্ছে।

সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, ‘মেলিসার চোখের প্রাচীর বা ‘আইওয়াল’-এর ভেতরে বাতাসের গতি দ্রুত বাড়বে, যা প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেউ যেন বাইরে না যায়।’

হারিকেন কেন্দ্র সবাইকে সতর্ক করে বলেছে, এখনই উপযুক্ত আশ্রয়কেন্দ্রে চলে যেতে হবে এবং নিজের চারপাশে যত বেশি সম্ভব দেয়াল বা নিরাপদ প্রতিবন্ধক রাখতে হবে, যেন বাইরের প্রবল ঝড়ের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়।

সংস্থাটি আরও জানিয়েছে, “এটাই উপকূলবাসীর জীবন বাঁচানোর শেষ সুযোগ।”

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ‘মেলিসা’ আটলান্টিক মহাসাগরের ইতিহাসে বাতাসের গতির দিক থেকে দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ঝড়ে পরিণত করেছে। এর আগে ১৯৮০ সালে হারিকেন অ্যালেন (বাতাসের গতি ঘণ্টায় ১৯০ মাইল) ছিল সর্বোচ্চ শক্তিশালী ঝড়।

 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন