দেশজুড়ে

পরকীয়ার টানে স্বামীকে হত্যা, নববধূ গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের টানে স্বামীকে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার নন্দলালপুর গ্রাম থেকে স্বামীর মরদেহ উদ্ধার করে পুলিশ ওই নববধূকে আটক করে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে নিহত করিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নববধূকে আটক করা হয়েছে।

নিহত আব্দুল করিম (২৫) নন্দলালপুর গ্রামের নবী মন্ডলের ছেলে। আটককৃত নববধূ তানজিলা খাতুন (২২) পাবনার সাথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাসেন আলীর মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র এক মাস আগে পারিবারিকভাবে করিমের সঙ্গে তানজিলার বিয়ে হয়। তবে বিয়ের পর করিমের পরিবার জানতে পারে, তানজিলার আগেই একই গ্রামের সিএনজি চালক নুর আলম ওরফে নাহিদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বাবার বাড়িতে গেলে প্রেমিক নাহিদ তাকে বিয়ের প্রস্তাব দেন এবং স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন।

এ অবস্থায় তানজিলা স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, সোমবার (২৭ অক্টোবর) রাতে তিনি করিমকে কৃমিনাশক ট্যাবলেট বলে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাওয়ান। কিছুক্ষণের মধ্যেই করিমের পেটে প্রচণ্ড জ্বালাপোড়া শুরু হলে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

ওসি আলী আসলাম বলেন, জিজ্ঞাসাবাদে তানজিলা স্বামীকে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাওয়ানোর কথা স্বীকার করেছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ জানিয়েছে, হত্যার পেছনে প্রেমিক নাহিদেরও ভূমিকা রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন