দেশজুড়ে

প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাবনায় প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ ভুক্তভোগীরা।

রোববার (০২ নভেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকার বিদ্যুৎ গ্রাহকরা অংশ নেন।

ভুক্তভোগীরা জানান, প্রিপেইড মিটার চালুর পর থেকে গ্রাহকরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন।

তাদের দাবি - জেলার সব প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।

পূর্বের পোস্টপেইড মিটার ব্যবস্থায় ফেরার সুযোগ দিতে হবে।অভিযোগ গ্রহণ ও সমাধানের জন্য জরুরি মনিটরিং সেল গঠন করতে হবে। বিদ্যুৎ বিল ও মিটার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে জনমত সংগ্রহের প্রথা চালু করতে হবে।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেবেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন