বৃষ্টির পর কুয়াশায় মোড়া হিলি, বাতাসে শীতের আগমনী সুর
দিনাজপুরের হিলিতে নেমে এসেছে শীতের আগমনী বার্তা। টানা তিন দিনের বৃষ্টির পর সোমবার (০৩ নভেম্বর) সকাল থেকে চারপাশ জুড়ে দেখা গেছে ঘন কুয়াশার চাদর। আকাশ থেকে যেন বৃষ্টি নয়, কুয়াশাই ঝরছিল সারাক্ষণ।
ভোরের পর থেকে হিলি ও আশপাশের এলাকা ছিল ঘন কুয়াশায় ঢাকা। দৃশ্যমানতা এতটাই কমে যায় যে, রাস্তায় চলাচলকারী ট্রাক, বাস, অটোসহ সব যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে হয়।
স্থানীয় ট্রাকচালকরা জানান, মধ্যরাতের পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। এতে চলাচলে বেশ সমস্যা দেখা দেয়। তাদের আশঙ্কা, ধীরগতিতে চলার কারণে সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারলে ট্রাকে থাকা কাঁচা পণ্য নষ্ট হয়ে যেতে পারে।
অন্যদিকে অটোচালকদের অনেকে জানিয়েছেন, ঘন কুয়াশা ও হালকা ঠান্ডার কারণে সকালবেলা মানুষ রাস্তায় নামেনি। ফলে সকাল আটটা পর্যন্ত যাত্রী মেলেনি বলেও তারা জানান।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, সোমবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় কিছুটা কম। তিনি আরও বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী দুই থেকে তিন দিন সকালে ঘন কুয়াশা দেখা যেতে পারে। তবে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
এসি//