দীর্ঘদিনের পরিত্যক্ত নৌঘাঁটি সংস্কার করছে যুক্তরাষ্ট্র
ক্যারিবীয় অঞ্চলে পরিত্যক্ত সাবেক একটি নৌঘাঁটি পুনর্নির্মাণ করছে যুক্তরাষ্ট্র।
এমন তথ্য জানা গেছে, রয়টার্সের এক ভিজ্যুয়াল তদন্তে।
বিশ্লেষকরা মনে করছেন, এই কার্যক্রম ভেনেজুয়েলায় আমেরিকার সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির ইঙ্গিত।
ভিজ্যুয়াল তদন্তে দেখা গেছে, পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস ঘাঁটিতে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে পুননির্মাণ করা হচ্ছে। ২০ বছর আগে পরিত্যক্ত এ ঘাঁটির ট্যাক্সিওয়ে ও রানওয়ে সংস্কার করছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মীরা। পুরনো কাঠামো ভেঙে নতুন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।
প্রসঙ্গত, রুজভেল্ট রোডস ছিল একসময় বিশ্বের বৃহত্তম মার্কিন নৌঘাঁটিগুলোর একটি। ২০০৪ সালে যুক্তরাষ্ট্র এই নৌঘাঁটিটি বন্ধ করে দেয়।
এসএইচ//