আন্তর্জাতিক

নিউইয়র্কে মেয়র নির্বাচন

সর্বশেষ চার জরিপেও এগিয়ে জোহরান মামদানি

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের মেয়র নির্বাচনে ভোট আগামীকাল। সবশেষ পাওয়া কয়েকটি জরিপে দেখা যাচ্ছে, ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি শক্তিশালী অবস্থানে আছেন।

তবে একটি জরিপ বলছে, প্রধান তিন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্ত মূল লড়াই হবে জোহরান ও কুমোর মধ্যে।

গেল বৃহস্পতিবার (অক্টোবর ৩০) প্রকাশিত এমারসন কলেজ/পিআইএক্স -ইলেভেন/দ্য হিলের জরিপ অনুযায়ী, জোহরানের প্রতি ৫০ শতাংশ এবং কুমোর প্রতি ২৫ শতাংশ ভোটার সমর্থন করেছেন। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার প্রতি সমর্থন রয়েছে ২১ শতাংশ ভোটারের। বাকী ৪ শতাংশ ভোটার কাকে ভোট দিবেন এখনও সিদ্ধান্ত নেননি।

 

এসএইচ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন