রাজনীতি

সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই। মতানৈক্য হোক কিন্তু মতবিরোধ যাতে না হয়। মতের ভিন্নতা থাকবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

মঙ্গলবার (২ নভেম্বর) ভোরে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, জামায়াতই প্রথম প্রবাসীদের ভোটের অধিকারের দাবি জানিয়েছিল। সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ, এবারই প্রথম প্রবাসীদের ভোটার তালিকায় ব্যাপকভিত্তিক সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন। তবে কিছু সমস্যা রয়ে গেছে। অক্টোবরের ৩০ তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। যে সফটওয়্যার ইনস্টল করা হয়েছিল তা কাজ করেনি প্রপারলি। সংগত কারণে অনেকে আগ্রহ ও চেষ্টা সত্ত্বেও ভোটার হতে পারেননিএসময় প্রবাসীদের ভোট দানের শর্ত শিথিল এবং তালিকায় অন্তর্ভুক্তির সময়সীমা ১৫ দিন বাড়ানোর দাবিও জানান তিনি।

পিআর জামায়াতের স্বপ্ন উল্ল্যেখ করে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদসহ সরকার পরিচালনা, দেশ গঠনে পিআর সিস্টেমেই প্রবাসীরা অংশগ্রহণ করবেন। হয়ত সময় লাগবে, তবে এটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

দলের মনোনয়ন তালিকার বিষয়ে তিনি বলেন, এক বছর আগে তারা আঞ্চলিকভাবে তালিকা জানিয়ে দিয়েছেন।  জামায়াতে ইসলামী একা নির্বাচন করবে নাসবদিক বিবেচনা করে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়নের চূড়ান্ত তালিকা জানিয়ে দেওয়া হবে।

লন্ডন সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কোন বৈঠক হয়নি বলে জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান প্রমুখ

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন