ইসির সামনে আমরণ অনশনে বসেছেন তারেক রহমান
নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন দেওয়া সংক্রান্ত ইসি ব্রিফিং শেষ হতেই নির্বাচন কমিশনের ভবনের গেটে আমরণ অনশন শুরু করেছেন আমজনতার দলীয় নেতা তারেক রহমান। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে এ অনশন শুরু করেন তিনি।
ইসি সচিব আখতার আহমেদ বিকেলে তিনটি নতুন দল নিবন্ধন প্রদানের সিদ্ধান্তের কথা জানালে তারেক হতাশা প্রকাশ করে দ্রুত ইসি সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। পরে অতিরিক্ত সচিবের কক্ষে যাওয়ার পর তিনি ফের ফিরে গেটের সামনে অনশন শুরু করেন।
তারেক বলেন, ইসিকে দায়িত্বপ্রাপ্তদের কাছে তারা জানতে চেয়েছেন কেন তাদের দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না, কিন্তু ততক্ষণে সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাননি।
একই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে দাবি করেন যে কিছু ক্ষেত্রে অনৈতিকভাবে সুবিধা দেওয়া হচ্ছে—উদাহরণ স্বরূপ এক প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে, আবার কেউ দীর্ঘদিন রাজনীতি করেও নিবন্ধিত হতে পারছেন না।
তিনি বলেন, নিবন্ধনের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত না হলে অনশন আরও তীব্র হবে। আমরণ অনশন মৃত্যু দিকে ঠেলে দেবে।
এর আগে ইসি সচিব আখতার আহমেদ জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকের নিবন্ধন দেওয়ার কথা জানান। এদের বিরুদ্ধে এখন আপত্তি আহ্বান করে বিজ্ঞপ্তি দেওয়া হবে। কোনো আপত্তি না থাকলে বা আপত্তি থাকলে তা নিষ্পত্তির পর নিবন্ধন সনদ দেবে ইসি।
বর্তমানে নির্বাচন কমিশনের গণ্যমান্য নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩। অনেকে স্বীকৃতি পেয়ে থাকলেও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপি’র নিবন্ধন বাতিল।
এমএ//