৩ দফা দাবিতে শহিদ মিনারে হাজারো প্রাথমিক শিক্ষক
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। শনিবার (০৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো শিক্ষক সেখানে জড়ো হয়ে অবস্থান নেন। এই কর্মসূচি দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন তারা।
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বিভিন্ন অংশসহ চারটি সংগঠন এই আন্দোলন পরিচালনা করছে। সংগঠনগুলো হলো— বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম–শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন–লিপি) এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও আন্দোলনে যোগ দেবার ঘোষণা দিয়েছেন। শিক্ষকরা তাদের বেতন ও পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ করেছেন।
শিক্ষকদের তিন দফা দাবি হলো— দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন। তারা আরও অভিযোগ করেছেন যে, প্রতিদিন মাত্র ৬ টাকা টিফিন ভাতা দেওয়া হয়, যা দিয়ে এক কাপ চাও কেনা সম্ভব নয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দেশে বর্তমানে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে ৩ লাখ ৮৪ হাজারেরও বেশি শিক্ষক কর্মরত। এর আগে সরকার প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে এবং ১৩তম গ্রেডের শিক্ষকদের ১২তম গ্রেডে উন্নীত করার ঘোষণা দিয়েছিল। তবে সহকারী শিক্ষকরা তা অপর্যাপ্ত ও বৈষম্যমূলক বলে মন্তব্য করেছেন।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, নার্স, কৃষি কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সবাই স্নাতক ডিগ্রি নিয়ে ১০ম গ্রেড পান। অথচ আমরা প্রশিক্ষণ নিয়েও ১৩তম গ্রেডে—এটি চরম বৈষম্য।”
অন্যদিকে, আন্দোলনের আরেক অংশ জানিয়েছে, ১৫ নভেম্বর পর্যন্ত দাবি না মানলে তারা কর্মবিরতি, অর্ধদিবস কর্মসূচি এবং শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান পালন করবে।
এমএ//