জামায়াতে যোগ দিলেন বিএনপির ৬২ নেতাকর্মীসহ ৬৪ জন
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপির ৬২ জন নেতাকর্মী ও গণঅধিকার পরিষদের ২ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে।
শনিবার (০৮ নভেম্বর) রাতে উপজেলার জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করা হয়।
অনুষ্ঠানে নবাগতদের হাতে ফুল তুলে দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের মনোনীত প্রার্থী প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান।
যারা জামায়াতে যোগ দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন জয়কা ইউনিয়ন যুবদল নেতা আল হারুন, ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম খোকন, ছানাউল্লাহ, আল আমিন, যুবদল নেতা হিমেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৬২ জন নেতাকর্মী।
এছাড়া গণঅধিকার পরিষদের নেতা আব্দুল জব্বার এবং করিমগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি শহিদুল ইসলামও জামায়াতে যোগ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুছলেহ উদ্দিন সুমন, উপজেলা আমির আবুল কাশেম ফজলুল হক, নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ, সেক্রেটারি নাজিম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, জয়কা ইউনিয়ন আমির জহিরুল ইসলাম, নোয়াবাদ ইউনিয়ন আমির শেখ ফরিদ এবং উপজেলা ছাত্রশিবির সভাপতি মুসাব্বিরসহ স্থানীয় নেতাকর্মীরা।
যোগদানকারী যুবদল নেতা আল হারুন বলেন, “আমি ২০০৯ সাল থেকে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। এখন মনে করি, দেশে ইনসাফভিত্তিক রাজনীতি করছে একমাত্র জামায়াতে ইসলামী। তাই আমি তাদের সঙ্গে যোগ দিয়েছি।”
এসময় প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান বলেন, “দেশে ন্যায় ও ইসলামভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি। আজ যারা যোগ দিয়েছেন, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।”
অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আগাম জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এমএ//