জাতীয়

কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি

দশম গ্রেডসহ তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপের প্রতিবাদে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে আন্দোলনরত শিক্ষকরা।

রোববার (০৯ নভেম্বর) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান অবস্থান কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ দাবি জানায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জোট ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’।

শনিবার শাহবাগে শিক্ষকদের ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

ঘটনার পর রাতে শিক্ষকরা শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে প্রতিবাদ জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষক নেতা শামছুদ্দিন মাসুদ বলেন, “আমাদের ওপর পুলিশি হামলার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। রবিবার সকাল থেকে অবস্থান কর্মসূচি চলছে এবং সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।”

শনিবারের ঘটনায় ১০৯ জন শিক্ষক আহত হয়েছেন বলে দাবি করেন তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. মহিব উল্লাহ।

তিনি জানান, আটক পাঁচ শিক্ষক হলেন— জয়পুরহাটের মাহবুবুর রহমান, পটুয়াখালীর লিটন মিয়া, জয়পুরহাটের আব্দুল কাদের, ধামরাইয়ের শরিফুল ইসলাম ও কুমিল্লার মো. সোহেল।

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর তিন দফা দাবি হলো— সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন প্রদান; উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান এবং সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন