আন্তর্জাতিক

সুদানে গণহত্যা গোপন করতে মরদেহ পুড়িয়ে ফেলছে আরএসএফ

ছবি: সংগৃহীত

সুদানে চলমান সংঘাতে গণহত্যার প্রমাণ গোপন করতে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) মরদেহ পুড়িয়ে ও গণকবরে পুঁতে ফেলছে বলে অভিযোগ করেছে দেশটির একটি চিকিৎসা সংস্থা

রোববার (৯ নভেম্বর) সুদান ডক্টরস নেটওয়ার্কের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, সংস্থাটি জানিয়েছে গেল ২৬ অক্টোবর দারফুর অঞ্চলের এল-ফাশের শহরে রক্তাক্ত হামলার পর আরএসএফ শত শত মৃতদেহ রাস্তা থেকে সরিয়ে নেয়। তাদের দাবি, এটি আরএসএফের গণহত্যা লুকানোর মরিয়া প্রচেষ্টা

সংস্থাটি আরও বলেছে, মৃতদেহ বিকৃত করা বা পুড়িয়ে ফেলা আন্তর্জাতিক আইন ও ধর্মীয় রীতির স্পষ্ট লঙ্ঘন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এল-ফাশেরে সামরিক ঘাঁটি দখলের পর ৮২ হাজারের বেশি মানুষ পালিয়ে গেছে, এবং এলাকায় গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটেছে। অনেকেই এখনো শহরে আটকা রয়েছেন।

ডক্টরস উইদাউট বর্ডার্স ও স্থানীয় সূত্রগুলো বলছে, আরএসএফ বিশেষ করে জাঘাওয়া গোষ্ঠীর বেসামরিকদের ওপর জাতিগত নিপীড়ন চালাচ্ছে। পালিয়ে আসা অনেকেই বলেছেন, শুধুমাত্র গায়ের রঙ কালো হওয়ার কারণে তাদের উপর হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৩-২০০৮ সালের মধ্যে জাতিগত সহিংসতার কারণে সুদানে তিন লাখ মানুষ নিহত এবং প্রায় ২৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন