সিআইএ-মোসাদ এর গুপ্তচর নেটওয়ার্ক ভেঙে ফেলার দাবি হিজবুল্লাহর
যুক্তরাষ্ট্রের সিআইএ, ইসরায়েলি মোসাদ ও সৌদি আরবের গোয়েন্দা সংস্থার যৌথ অপারেশন রুমের সঙ্গে যুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্ক ভেঙে দিয়েছে ইয়েমেনের হিজবুল্লাহ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে।
রোববার (০৯ নভেম্বর) হিজবুল্লাহ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন দাবী জানিয়েছে।
রাজধানী সানা-ভিত্তিক আল-মাসিরাহ টিভির প্রতিবেদনে জানা গেছে, ‘জয়েন্ট অপারেশন রুমটি সৌদি আরবে ছিল। ব্যাপক ট্র্যাকিং-করে শত্রুদের চক্রান্ত এবং বিশ্বাসঘাতকতা উন্মোচিত করা হয়েছে।’
এই নেটওয়ার্কটি ইয়েমেনি বেসামরিক নাগরিকদের রক্তপাতে দায়িত্ব পালন করতো।
এসএইচ//