আন্তর্জাতিক

পবিত্র কোরআনের কসম, বিজেপির সঙ্গে আঁতাত করিনি: ওমর আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

বিজেপির সঙ্গে জোট গঠনের অভিযোগ অস্বীকার করেছেন, ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

রোববার (০৯ নভেম্বর) এক্সে পোস্ট করে তিনি বলেন, ‘আমি পবিত্র কোরআনের শপথ নিয়ে স্পষ্ট করে বলছি, ২০২৪ সালে রাজ্যের স্বায়ত্তশাসন ফিরিয়ে আনতে কিংবা অন্য কোনো কারণে বিজেপির সঙ্গে জোট করতে চাইনি।

সম্প্রতি রাজ্যের বিরোধী দলীয় নেতা সুনীল শর্মা দাবি করেছেন, ওমর আবদুল্লাহ দিল্লি গিয়ে বিজেপির সঙ্গে জোট করার প্রস্তাব দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালের নির্বাচনের পরও শর্মা আবদুল্লাহর বিরুদ্ধে এমন অভিযোগ করেছিলেন।

 

এসএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন