এবার রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
রাজধানীর ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে মিরপুর সড়কের সামনে শান্তা-মরিয়ম ইউনিভার্সিটির একটি বাসে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ল্যাবএইড হাসপাতালের ইমারজেন্সি গেটের সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যাক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের ইমারজেন্সি গেটের সামনে শান্তা-মরিয়ম ইউনিভার্সিটির একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন ও যাত্রীরা নিরাপদে সরে যান। এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।
ধানমন্ডি থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এর আগে সকালে মেরুল বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আকাশ পরিবহনের একটি বাসে এবং শাহজাদপুর বাঁশতলায় ভিক্টর ক্লাসিক এর একটি বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আই/এ