রাজধানী

থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর রমনা থানার সামনে একটি পুলিশের গাড়িতে আগুন লেগেছে। তবে পুলিশ জানিয়েছে, আগুন কোনো দুর্বৃত্তের কর্মকাণ্ডের কারণে হয়নি। গাড়ির কাজ করার সময় হঠাৎই আগুন ধরে যায়।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনা বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে ঘটে।

তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

তিনি আরও জানান, গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন