জর্জিয়ায় তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত
তুরস্কের বিমান বাহিনীর একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান জর্জিয়ায় বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) আজারবাইজানের গ্যানজা শহর থেকে তুরস্কে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে থাকা ফ্লাইট ক্রুসহ ২০ আরোহী সবাই তুরস্কের নাগরিক। দুর্ঘটনায় তাদের সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিহতদের প্রতি শোক প্রকাশ করে উদ্ধার অভিযান তদারকির নির্দেশ দিয়েছেন। জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেলা গেলাডজের নেতৃত্বে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চলছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বিমানটি আকাশে থাকা অবস্থায় ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাচ্ছে আর পড়ার পর বিস্ফোরণে আগুন ধরে যায়। পাহাড়ি এলাকায় ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষে আগুন জ্বলছে ও ঘন ধোঁয়া উঠছে।
উল্লেখ্য, সি-১৩০ হারকিউলিস চার ইঞ্জিনবিশিষ্ট সামরিক পরিবহন বিমান। এই উড়োজাহাজ অপরিকল্পিত রানওয়েতে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এটি কার্গো, সেনা ও সরঞ্জাম পরিবহন ছাড়াও গানশিপ ও গোয়েন্দা অভিযানে ব্যবহৃত হয়।
এসএইচ//