সাবেক এমপিদের ৩১ বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর
আওয়ামী লীগ সরকারের আমলে শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক সংসদ সদস্যদের ৩১টি বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তারা সবাই দ্বাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন।
বুধবার (১২ নভেম্বর) এনবিআর এই বিষয়ে বিশেষ আদেশ জারি করে গাড়িগুলো যানবাহন অধিদপ্তরে হস্তান্তর করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলুপ্ত দ্বাদশ সংসদের কয়েকজন এমপি শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করলেও নিয়ম অনুযায়ী শুল্ক পরিশোধ না করায় চট্টগ্রাম কাস্টম হাউস তা আটকে দেয়। পরে এনবিআর জানায়, এসব গাড়ির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য নয় এবং স্বাভাবিক হারে কর পরিশোধ করলেই গাড়িগুলো খালাস করা যাবে।
তবে আমদানিকারকেরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী শুল্ক পরিশোধ না করায় এই ৩১টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়। পরে ২০২৩ সালের কাস্টমস আইনের ধারা ৯৪(৩) অনুসারে গাড়িগুলো নিলামে তোলা হয়। ওই নিলামে যৌক্তিক দর না পাওয়ায় গাড়িগুলো বিক্রি না করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের সিদ্ধান্ত নেয় এনবিআর।
এসএইচ//