আন্তর্জাতিক

ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়েন

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে’ কেন্দ্র করে গঠিত মার্কিন নৌবহর ক্যারিবীয় সাগরে পৌঁছেছে। মাদকবিরোধী অভিযানের আড়ালে এই বিশাল যুদ্ধজাহাজের বহর মোতায়েন করা হয়েছে। একারনে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েছে।

বুধবার (১২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।

গত মাসে ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদকবাহী নৌযানের ওপর ১৯টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় ৭৬ জন নিহত হয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ‘সংকট তৈরি’ করে তার সরকারকে উৎখাতের চেষ্টা করছে।

 

 এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন