আন্তর্জাতিক

ইসলামাবাদে বোমা হামলার দায় স্বীকার করলো তেহরিক-ই-তালেবান

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা আদালত ভবনের সামনে পুলিশের গাড়ির কাছে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান (টিটিপি)-এর একটি ভিন্নমতাবলম্বী গোষ্ঠী জামাতুল আহরার। 

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এই হামলায় ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছিলেন। এটি সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে অন্যতম বড় হামলা।

দায় স্বীকার করে দেওয়া বিবৃতিতে টিটিপি জানিয়েছে, পাকিস্তানের আইন ‘ইসলামিক নয়’। একারনে প্রচলিত আইনের বিচারক, আইনজীবী ও কর্মকর্তারা তাদের লক্ষ্যবস্তু। ইসলামী আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এমন হামলা চলবে।

 

 এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন