দেশজুড়ে

পেছন থেকে এক বাসের ধাক্কায় খালে উল্টে পড়েছে আরেক বাস

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীর সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানোর জন্য অপেক্ষা করছিল একটি লোকাল বাস। হঠাৎ, পেছন দিক থেকে কুষ্টিয়া অভিমুখী দ্রুতগামী বাসটি এসে ধাক্কা মারে। ধাক্কার কারণে থেমে থাকা বাসটি খালের পাড়ে উল্টে পড়ে, আর ধাক্কা দেওয়া বাসটিও দুমড়ে-মুচড়ে যায়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকার ভবানীপুড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কালুখালী ফায়ার সার্ভিস এবং পাংশা হাইওয়ে থানা পুলিশ হাসপাতালে পাঠায়।

পাংশা হাইওয়ে থানার পুলিশ জানায়, রাজন পরিবহনের লোকাল বাসটি ভবানীপুড়ে যাত্রী ওঠানোর জন্য দাঁড়িয়ে ছিল। সেই সময় কুষ্টিয়াগামী এসবি পরিবহনের বাসটি পেছন থেকে এসে ধাক্কা দেয়। ধাক্কায় রাজন পরিবহনের বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় উভয় বাসের অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেহাল উদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন