দেশজুড়ে

কারখানায় অক্সিজেন সংকটে অসুস্থ ৩৫ নারী শ্রমিক

পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (EPZ) হাইজিংটন চায়না চুল কোম্পানিতে অক্সিজেন সংকটে ৩৫ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনার পর শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। কোম্পানির প্রশাসন কর্মকর্তা রশিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কোম্পানির চতুর্থ তলায় দীর্ঘ সময় ধরে এসি বন্ধ থাকার কারণে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের নিচে নেমে যায়। এতে শ্রমিকদের মধ্যে শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমিভাব দেখা দেয়। পরিস্থিতি মারাত্মক হওয়ায় গুরুতর অসুস্থ ১৫ জনকে বেপজা (BEPZA) হাসপাতালে এবং অন্য ২০ জনকে ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কোম্পানির প্রশাসন কর্মকর্তা রশিদুজ্জামান বলেন, এসি বন্ধ থাকায় অক্সিজেন লেভেল হঠাৎ কমে যায়। এতে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। তাদের দেখে অন্যরাও আতঙ্কিত হয়ে পড়ে।

 

এদিকে এ ঘটনায় শিল্পাঞ্চল স্বাস্থ্য ব্যবস্থাপনা ও কর্মপরিবেশ নিয়ে স্থানীয় শ্রমিক নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন