গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি পাকিস্তানের সেনাপ্রধানের
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নতুন ক্ষমতা দিয়েছে দেশটির পার্লামেন্ট। একই সঙ্গে তাকে গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তিও দেওয়া হয়েছে। এতে দেশটিতে স্বৈরতন্ত্রের পথ আরও প্রশস্ত হয়েছে মনে করছেন সমলোচকরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিবিসি জানিয়েছে, এই বিলটি স্বাক্ষর হওয়ায় এটি দেশটির সংবিধানের ২৭ তম সংশোধনী আইনে পরিণত হয়েছে।
এর মাধ্যমে পাকিস্তানের শীর্ষ আদালতগুলোর পরিচালনা পদ্ধতিতেও বেশ পরিবর্তন আসবে। এই পরিবর্তনের পক্ষের মানুষ বলছেন, এখন সশস্ত্র বাহিনীর প্রশাসনিক কাঠামো মজবুত হবে। আদালতে মামলার জট কমবে।
এসএইচ//