সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টায় বাঁধা দিয়েছে পুলিশ
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে দুটি বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টার সময় বাধা দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এতে ক্ষুব্ধ ছাত্র-জনতা ইটপাটকেল নিক্ষেপ করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। শক্ত অবস্থান নিয়েছে আইন-শৃংঙ্খলা রক্ষকারী বাহিনী।
এর আগে, সেনাবাহিনী পুরো রাস্তা ঘিরে কড়া অবস্থান নেয়। অন্যদিকে এক্সকাভেটরসহ অবস্থান নেওয়া ছাত্র-জনতা আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিতে থাকে। তারা ‘মুজিব বাদের আস্তানা এই বাংলায় হবে না, ৩২ নম্বর বাড়িটি ভেঙে দাও, গুঁড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেয়।
এ সময় ছাত্রদের একাংশ বলেছেন, যত বাধাই আসুক, খুনি শেখ হাসিনার রায় ঘোষণার পরপরই তারা ৩২ নম্বর বাড়িটি গুঁড়িয়ে দিবেন। এখান থেকেই তাদের ভাই-বোন, মা-বাবাকে গুলির নির্দেশ দেওয়া হয়েছিল। সেই বাড়ির কোনো স্মৃতি তারা আর রাখতে চান না।
জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক পরিচয় দিয়ে নাহিদ হাসান নামের একজন বলেন, ‘যেবার প্রথম শেখ হাসিনা বক্তব্য দেয় পালিয়ে যাওয়ার পর, সেবার প্রথম ধানমণ্ডি ৩২ ভেঙ্গেছিলেন। কিন্তু নিশ্চিহ্ন করতে পারেননি। আজকে শেখ হাসিনার রায়। আজকের রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতি ধূলিসাৎ হয়ে যাবে।’
এসএইচ//