৩২ সংলগ্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর ও বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি ভাঙতে গিয়ে বাড়ি সংলগ্ন মিরপুর সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
দুপুরের দিকে দুটি এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে যান বিক্ষোভকারীরা। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ। এরপর বিক্ষোভকারীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে দফায় দফায় ৩২ নম্বর সড়কে যাওয়ার চেষ্টা করে।
এ সময়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড মেরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। কিছুটা ছত্রভঙ্গ হয়ে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। এ সময় পুলিশের কয়েক সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে র্যাব ও বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে।
আই/এ