আন্তর্জাতিক

ফের কম্বোডিয়ায় আক্রমণের প্রস্তুতি থাইল্যান্ডের

ছবি: সংগৃহীত

কম্বোডিয়ায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ডের সেনারা। সীমান্ত নিয়ে সাম্প্রতিক সংঘর্ষের পর টালমাটাল যুদ্ধবিরতির মধ্যেই এই প্রস্তুতি চলছে।

সোমবার (১৭ নভেম্বর) কম্বোডিয়ার খেমার টাইমস এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, থাই সৈন্যরা মঙ্গলবার (১৮ নভেম্বর) পুরসাত প্রদেশের থমার দা এলাকা এবং ও'ফ্লুক দাম্রে এলাকায় আক্রমণের পরিকল্পনা করছে। কম্বোডিয়া সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সম্প্রতি, দুদেশের মধ্যে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষে দুই পক্ষের কয়েক ডজন নিহত হয়। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মালয়েশিয়ায় যুদ্ধবিরতি চুক্তি করে থাইল্যান্ড ও কম্বোডিয়া। কিন্তু গত সপ্তাহে থাইল্যান্ড যুদ্ধবিরতির কয়েকটি ধারা স্থগিত ঘোষণা করে। ফলে ফের নতুন করে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে।

 

এসএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন