আন্তর্জাতিক

পাকিস্তানের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমাতে চায় আফগানিস্তান

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমাতে চায় আফগানিস্তান। দেশটি মধ্য এশিয়ার তেলসমৃদ্ধ দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায়। তবে ভৌগোলিক অবস্থান, অতিরিক্ত খরচ ও রাজনৈতিক জটিলতা আফগানিস্তানের এই চাওয়াকে কঠিন করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সোমবার (১৭ নভেম্বর) সংবাদমাধ্যম দ্য ডন এসব তথ্য জানিয়েছে।

বর্তমানে নগদ অর্থ সংকটে আছে আফগানিস্তান।  দেশটির ক্ষমতাসীনরাও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।

উল্লেখ্য, গত মাসে পাকিস্তান ও আফগানিস্তান গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সংঘাতে জড়িয়ে পড়ে। সেসময় দুপক্ষের সামরিক হামলায় বহু মানুষ নিহত হয় এবং আফগান সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন