দেশজুড়ে

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ করেছে ওয়ারিয়ার্স অব জুলাই, কিশোরগঞ্জ জেলা শাখা।

সোমবার (১৭ নভেম্বর) রাতে শহরের কালীবাড়ি চত্বরে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার পাওয়া তাদের কাছে বড় উপলক্ষ।

ওয়ারিয়ার্স অব জুলাই কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আশরাফুল ইসলাম নাদিম বলেন, “এই রায় জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে আরও দৃঢ় করেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই আমাদের আজকের আয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা আশরাফ আলী সোহান, সংগঠনের মুখপাত্র মানস সরকার উৎস, সদস্য সচিব আশরাফুল ইসলাম নাদিম, সংগঠক আনিসুজ্জামান, যুগ্ম সদস্য সচিব শুভ রহমান, সংগঠক মো. সাইফুল্লাহ, জহিরুল ইসলাম শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন