আন্তর্জাতিক

গাজা ইস্যুতে অবশেষে যুক্তরাষ্ট্রের প্রস্তাবই অনুমোদন করল জাতিসংঘ

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার খসড়া প্রস্তাব পাস করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এতে গাজার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের প্রস্তাব রয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়াসহ নিরাপত্তা পরিষদের ১৩টি সদস্য দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এসময় রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে। 

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, ‘আইএসএফ গাজা এলাকা সুরক্ষিত রাখবে।

অপরদিকে, গাজার শাসকদল হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, ‘এই প্রস্তাবে ফিলিস্তিনিদের অধিকারের দাবি পূরণ হবে না।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন