বিএনপিকে সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা ব্যর্থ হবে: মির্জা ফখরুল
বিএনপিকে ‘সংস্কারবিরোধী দল’ হিসেবে উপস্থাপনের অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির মত আর এমন দমন-পীড়ন, নির্যাতন ও হত্যা সহ্য করে কোনো উদার গণতান্ত্রিক দল বিশ্বের কোথাও টিকে আছে কি না তা জানা নেই।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানের লেকশর হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে একদিকে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় দেওয়া হচ্ছে, অন্যদিকে একটি অংশ সংগঠিতভাবে বিশৃঙ্খলা তৈরি করছে। বিশ্বদৃষ্টিকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার জন্যই একটি মহল পরিকল্পিতভাবে এসব ঘটাচ্ছে।
গণতন্ত্রকে শুধু নির্বাচনের দিন নয়, প্রতিদিন রক্ষা করতে হয়, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র একটি চলমান সামাজিক ও রাজনৈতিক প্রক্রিয়া। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তাদের নির্বাচন শেষে একই উদ্যমে কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র শক্তিশালী করতে হলে সাংস্কৃতিক সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সম্মানের পরিবেশ গড়ে তুলতে হবে। শুধু নির্বাচন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, গণমাধ্যম ও সংসদের মতো প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
এমএ//