আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী এবং আসন্ন চাকরি প্রতিবেদনের দিকে বিনিয়োগকারীদের গভীর মনোযোগের মধ্যেই বিশ্ববাজারে আবারও বাড়ল এই মূল্যবান ধাতুর দাম।

বুধবার (১৯ নভেম্বর) নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ায় দাম বেড়েছে ১ শতাংশেরও বেশি। খবর রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিট পর্যন্ত স্পট স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৪ হাজার ১১৫ দশমিক ৮১ ডলার। ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন ফিউচার স্বর্ণের দামও একই হারে বেড়ে ৪ হাজার ১১৬ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

বিনিয়োগকারীরা এখন ফেডের অক্টোবর বৈঠকের কার্যবিবরণী ও বৃহস্পতিবার প্রকাশ হতে যাওয়া সেপ্টেম্বরের চাকরি প্রতিবেদনের অপেক্ষায়। জরিপ অনুযায়ী, সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ হাজার নতুন চাকরি সৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে নতুন তথ্য অনুযায়ী, অক্টোবরের মধ্যভাগে যুক্তরাষ্ট্রে বেকারভাতা গ্রহণকারীর সংখ্যা দুই মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। সুদের হার কমানোর সম্ভাবনা নিয়েও ট্রেডারদের প্রত্যাশা কমে ৬৩ শতাংশ থেকে নেমে এসেছে ৪৬ শতাংশে।

বিশ্লেষকদের মতে, ফেডের বৈঠকের কার্যবিবরণীতে মুদ্রাস্ফীতি ও শ্রমবাজার নিয়ে নীতিনির্ধারকদের মতপার্থক্য কতটা গভীর—তার ইঙ্গিত মিলবে। সুদের হার কমার সম্ভাবনা স্বর্ণের বাজারকে শক্তিশালী করে, আর শক্তিশালী শ্রমবাজার দামকে চাপের মুখে ফেলতে পারে।

স্বর্ণ ছাড়াও অন্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট সিলভারের দাম ৩ দশমিক ১ শতাংশ, প্লাটিনাম ২ দশমিক ১ শতাংশ এবং প্যালাডিয়াম ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন