আন্তর্জাতিক

সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে যা বললেন ট্রাম্প

সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে নতুন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এ হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না। হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে স্বাগত জানানোর সময়ই ট্রাম্প এই কথা বলেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ওভাল অফিসে এক সাংবাদিক যখন খাসোগি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করেন, ট্রাম্প পাল্টা আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, “আপনি এমন একজনের কথা বলছেন যিনি খুবই বিতর্কিত ছিলেন। তাকে সবাই পছন্দ করতেন না। আপনি তাকে পছন্দ করুন বা না করুন—ঘটনা ঘটেই যায়।”

ট্রাম্প বলেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না। তবে ট্রাম্পের এই মন্তব্য ২০২১ সালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত।

মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছিল, ২০১৮ সালে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে যে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে, তার অনুমোদন দিয়েছিলেন সৌদি যুবরাজ নিজেই।

তবে, যুবরাজ সালমানও হোয়াইট হাউসের বৈঠকে খাসোগি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন। তিনি বলেন, সৌদি আরব খাসোগির মৃত্যুর তদন্তে যথাযথ সব ব্যবস্থা নিয়েছে এবং ঘটনাটিকে তিনি ‘বেদনাদায়ক’ বলে মনে করেন।

২০১৮ সালের এই হত্যার ঘটনা যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ককে তীব্রভাবে নড়িয়ে দিয়েছিল। এর প্রভাব এতটাই বেশি ছিল যে খাসোগি হত্যাকাণ্ডের পর, এই প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে গেছেন সৌদি ক্রাউন প্রিন্স।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন