রাজধানী

রাজধানীতে থানার সামনে ৩টি ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুরের পল্লবী থানার সামনে রাতের অন্ধকারে পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিস্ফোরণের পর থানা এলাকায় সতর্কতা জোরদার করা হয়।

পল্লবী থানায় দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) আলফাজ আহমেদ জানান, ককটেল বিস্ফোরণের খবর তারা পেয়েছেন। তবে কতটি ককটেল ফাটানো হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি।

তিনি আরও জানান, কারা এই ঘটনার সঙ্গে জড়িত—তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন