জাতীয়

হাসপাতালে ভর্তি শতাধিক

ভূমিকম্পে আহত শতাধিক, সারাদেশে নিহত ৫

ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্পে শিশুসহ  ৫ জনের মৃত্যু এবং শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে । এমনকি আহতদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকার বাইরে নারায়ণগঞ্জ ও নরসিংদীতে দুইজন মারা গেছেন।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মঈনুল আহসান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,  ভূমিকম্পে ঢাকায় নিহত ৩ জনের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেনিহতদের মধ্যে মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম রয়েছেন। তার মা-ও আরও অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

বংশাল থানার  ডিউটি অফিসার জানান, কসাইতলীতে পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারি নিহত হন।

রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে ভূমিকম্পে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। এদের মধ্যে ঢাবি শিক্ষার্থীরাও রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ১০ জন ভর্তি হয়েছেন। এছাড়া গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজে  ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।  নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন , এর মধ্যে ৩ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এমনকি ১০০ বেড হাসপাতালেও ১০ জন আহত ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মঈনুল আহসান জানান, সব হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহের ব্যবস্থা সরকার থেকে করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ও সার্বিক পরিস্থিতি মনিটর করছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন

ভূমিকম্পে নরসিংদীর পলাশের মালিতা গ্রামে মাটির দেয়াল চাপা পড়ে কাজম আলী (৭৫) নামে এ বৃদ্ধের মৃত্য হয়েছে। এছাড়া রেলিং ভেঙে পড়ে ৩ জনসহ আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে আহত হয়েছে আরও ৫৫ জন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন