রাজধানী

রাজধানীতে ছেলেকে কুপিয়ে হত্যা, আহত বাবা

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাবু (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম শেখ (৬৫) গুরতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান আবাসিক এলাকার ডি ব্লকে এই ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে গতকাল সন্ধ্যায় একবার হাতাহাতির ঘটনা ঘটে। পরে আবার প্রতিপক্ষরা এসে বাসার সামনে গিয়ে বাবা-ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন। আবুল কাশেমকে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে বারোটার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন