একসঙ্গে ৮২৬ বিচারক বদলি-পদোন্নতি, প্রজ্ঞাপন জারি
দেশের বিচার বিভাগে বড় পরিসরের রদবদল এনেছে আইন মন্ত্রণালয়। একসঙ্গে ৮২৬ জন বিচারককে বদলি ও পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান।
প্রজ্ঞাপনে জানানো হয়, তিনটি পদে মোট ৮২৬ জন বিচারক পদোন্নতি বা নতুন পদে পদায়ন পেয়েছেন। এর মধ্যে জেলা জজ হিসেবে উন্নীত হয়েছেন অতিরিক্ত জেলা জজ পর্যায়ের ২৫০ কর্মকর্তা। এছাড়া যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ হয়েছেন ২৯৪ জন, আর সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে উন্নীত হয়েছেন ২৮২ জন বিচারক।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান দায়িত্ব হস্তান্তর করবেন এবং ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। যেসব কর্মকর্তা প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি বা বিদেশে ছুটিতে রয়েছেন, তারা ছুটি বা প্রশিক্ষণ শেষ করে দ্রুত দায়িত্ব হস্তান্তর করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ পেয়েছেন।
এমএ//