বাবা হলেন নিলয় আলমগীর
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। গেল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কন্যাসন্তানের জন্ম দেন অভিনেতার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি। এটি দম্পতির প্রথম সন্তান।
গেল বৃহস্পতিবার রাতে বাবা হওয়ার খবর জানিয়ে নিলয় আলমগীর তার অফিসিয়াল ফেসবুক পেজে বলেন, আলহামদুলিল্লাহ, কন্যা সন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
এদিকে বাবা হওয়ার খবর প্রকাশ হতেই নিলয় ও হৃদি জুটিকে শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসিয়ে দিচ্ছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা নানারকম শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৭ জুলাই অভিনেতা নিলয় আলমগীর তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন। ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয়, পরে পারিবারিক আয়োজনেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। হৃদির এটি প্রথম বিয়ে হলেও নিলয়ের এটি দ্বিতীয় বিয়ে।
এ আর//