রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় ৪ গ্রেনেড উদ্ধার
রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকা থেকে চারটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-১০। শনিবার (২৯ নভেম্বর) রাতে গরুর হাটসংলগ্ন একটি ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।
র্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেনেডগুলো পাওয়া যায়। এগুলোর সিরিয়াল নম্বর মুছে ফেলা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গেল বছরের ৫ আগস্ট ঢাকার বিভিন্ন থানায় হামলার সময় লুট হওয়া গ্রেনেডের অংশ এগুলো হতে পারে।
এমএ//