বঙ্গোপসাগরে কয়লাবাহী জাহাজে লাফিয়ে উঠলো ৩ মণ ইলিশ
বঙ্গোপসাগরের গভীর সমুদ্রপথে চলছিলো কয়লা বহনকারী লাইটারেজ জাহাজ এমভি কেএসএল গ্ল্যাডিটর। ঠিক সেই সময় ঘটে গেলো এক বিরল ঘটনা। সাগর থেকে হঠাৎই শত শত ইলিশ লাফ দিয়ে জাহাজের ডেকে উঠে আসে। আবার বেশ কিছুক্ষণ পর মাছগুলো যেভাবে উঠেছিল, সেভাবেই লাফিয়ে ফিরে যায় পানিতে।
তবে বিশৃঙ্খলার মধ্যেই জাহাজের শ্রমিকরা প্রায় ৩ মণ ইলিশ সংগ্রহ করতে সক্ষম হন। মাত্র ১০ সেকেন্ডের ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গেল বৃহস্পতিবার পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে, গভীর সমুদ্রে ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেন জাহাজটির প্রকৌশলী রবিউল হোসেন।
রবিউল জানান, তারা কয়লা নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। হঠাৎ করেই অগণিত ইলিশ জাহাজে উঠে আসতে শুরু করে। তিনি জানান, এ রকম অদ্ভুত দৃশ্য তারা আগে কখনও দেখেননি।
এমএ//